Skip to main content

Posts

সেনা প্রধানের হুঁশিয়ারি

Recent posts

ব্রেকিং নিউজ : কাশ্মীরে আবার জঙ্গি হামলা!

ব্রেকিং নিউজ : কাশ্মীরে আবার জঙ্গি হামলা!বাড়ি থেকে সেনা জাওয়ানকে অপহরন করল জঙ্গিরা ! খাবরিওয়ালা নিউজ : নিজের বাড়ি থেকেই এক জাওয়ানকে অপহরনের অভিযোগ উঠেছে জঙ্গিদের বিরুদ্ধে । ঘটনাটি ঘটেছে শুক্রবার  ‍রাতে জম্মু- কাশ্মীরের বাদগাম জেলার কাজিপোরা চাদুরায়। অভিযোগ , মহম্মদ ইয়াসিন নামে সেনাবাহিনীর জেএকেএলআই শাখার জাওয়ানকে বাড়িথেকেই অপহরন করেছে জঙ্গীরা । খবর পেয়ে কাজিপোরা সহ বিবিন্ন অঞ্চলে ইয়াসিনের সন্ধান চালাচ্ছে পুলিশ । এখনো পর্যন্তও কোনও জঙ্গী গোষ্ঠী এর দায় স্বীকার করেনি ।

নারী দিবসের মঞ্চ থেকে মমতা বন্দ্যোপাধ্যায় তোপ ডাকলেন মোদিকে:'দেশটাই চুরি করে নিচ্ছে মোদী বাবু'

নারী দিবসের মঞ্চ থেকে মমতা বন্দ্যোপাধ্যায় তোপ ডাকলেন মোদিকে:' দেশটাই চুরি করে নিচ্ছে  মোদী বাবু ' খাবরিওয়ালা নিউজ: নারী দিবসের   মঞ্চ থেকে কার্যত লোকসভার প্রচার শুরু করে দিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। দেশ থেকে মোদী সরকার হটানোর ডাক দিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় বলেন উনিতো  দেশটাই চুরি করে নিয়েছেন,উনি চলে গেলেই বোঝা যাবে সুধু রাফেল নথি নয় মোদী বাবু দেশটাই চুরি করে নিয়েছে।    এদিন মমতা বন্দ্যোপাধ্যায় নারী দিবস উপলক্ষে শ্রদ্ধানন্দ পার্ক থেকে ধর্মতলা পর্যন্ত পদযাত্রা করে স্লোগান তোলেন মোদী হটাও দেশ বাঁচাও। এই মিছিল শেষে ধর্মতলায় তিনী সভা করেন, সেই সভা মঞ্চ থেকে মোদী সরকার কে একহাত নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় বলেন মোদী সরকার দলিত ও কৃষক দের উপর অত্যাচার চালাচ্ছে ,দেশে বেকার সংখ্যা বাড়ছে,দেশের সম্পদ লুঠ করে নিচ্ছে, এছাড়া তিনী ডাক তোলেন গলি গলি মে সোর হ্যায় মোদী বাবু চোর হ্যায়। এছাড়া তিনী আরো নানান ভাষায় মোদী সরকারের বিরুদ্ধে তোপ ডাকেন।

রেলের গ্রুপ ডি নিয়োগে ধরাপোড়লো বড়সড় কেলেঙ্কারি:

রেলের গ্রুপ ডি নিয়োগে ধরাপোড়লো বড়সড় কেলেঙ্কারি: খাবরিওয়ালা নিউজ: রেলের  গ্ৰুপ "ডি" পরিক্ষায় মোট ১০০ নম্বরের পরিক্ষায় ১০৯০ জন পেয়েছে ১০০ নম্বরের বেশি রেলমন্ত্রক সূূত্রে এই  খবর জানা   গিয়েছে । সম্প্রতি প্রকাশিত রেলের গ্ৰুপ ডি পরিক্ষার   ফলাফল নিয়ে  তীব্র জল্পনা তৈরী হয়। এদের বেশির ভাগ পরীক্ষা দিয়েছিল চন্ডীগড় জোন থেকে। গতকাল সৌরভ নামের এক পরিক্ষার্থী টুইট করে জানান মোট ১০০ নম্বরের পরিক্ষায় সে পেয়েছে ৩৫০ বেশি। নিজের স্কোর শিটের ছবি ও টুইট করেন ওই পরিক্ষার্থী। কিছুক্ষন পরেই রেলমন্ত্রক আসল স্কোরসশিট প্রকাশ করে জানিয়ে দেয় আগেরটি ভুয়ো স্কোরশিট । ওই পরিক্ষার্থী আসোলে পেয়েছে ৯২ নম্বর। কিন্তু আজ আবার এতজন পরিক্ষার্থীর তথ্য প্রকাশ্যে আসার পর স্বাভাবিক ভাবে তুমুল জল্পনার সৃষ্টি হয়েছে বিষয়টি নিয়ে। রেলমন্ত্রক জানিয়েছে যে তারা বিষয় টি নিয়ে খতিয়ে দেকছে।

রাশিয়া থেকে পরমানু অস্ত্র সজ্জিত সাবমেরিন আনছে ভারত। সম্পন্ন হলো চুক্তি...

রাশিয়া থেকে পরমানু অস্ত্র সজ্জিত সাবমেরিন আনছে ভারত। সম্পন্ন হলো চুক্তি... খাবরিওয়ালা নিউজ: একদিকে যখোন পাকিস্থানের সাথে  সম্পর্কের টানা পোড়েন চলছে তখোন ভারতীয় নৌবাহিনীর যন্য এলো সুখবর। পরমানুঅস্তের ক্ষমতা  সম্পন্ন  সাবমেরিন নিয়ে রাশিয়ার সাথে ৩ বিলিয়ন মার্কিন ডলারে চুক্তি    সেরে ফেললো   ভারত।  আকুলা শ্রেনীর সাবমেরিন নিয়ে ভারতের সাথে ১০ বছরের চুক্তি হয়েছে রাশিয়ার। দাম অনান্য বিষয় নিয়ে মাসখানেক আলোচনার পর চুক্তি সম্পন্ন হয়েছে বলে যানা গিয়েছে। এই চুক্তি মোতাবেক যানা গিয়েছে রাশিয়া চক্র ৩ নামোক সাবমেরিন ভারতকে ২0২5 এর মধ্যে সরবরাহ কোরবে। চক্র ৩ হলো তৃতীয় সাবমেরিন যা ভারতীয় নৌসেনা রাশিয়ার থেকে লিজে নিচ্ছে। ভারত উপমহাদেশের সামুদ্রিক অঙ্চলে চিনের দাপাদাপিকে কিছুটা কমানোর জন্য ভারত  নৌসেনাকে শক্তিশালী করতে উদ্যোগী হয়েছে বলে মনে করা হচ্ছে। এই মুহূর্তে ভারতের কাছে ১৪ টি সাবমেরিন রয়েছে এর মধ্যে পরমানুক্ষমতা সম্পন্ন সাবমেরিন ও রয়েছে ভারতের হাতে।

একাধিক তরুনী মিলে লাগাতার ধর্ষন করল এক তরুনকে

একাধিক তরুনী মিলে লাগাতার ধর্ষন করল এক তরুনকে!তারপর..... খাবরিওয়ালা নিউজ: দক্ষিন আফ্রিকার পূর্ব প্রেটোরিয়ায় ২৩ বছরের এক তরুনকে অপহরন করে  তিনদিন ধরে লাগাতার গনধর্ষন করল তিন যুবতি।পুলিশ জানিয়েছে যোর কোরে রোজ বার বার ধর্ষন করা হয়েছে ওই তরুনকে।একটি মাঠে  থেকে তাকে উদ্ধার করে পুলিশ। তরুনটি যানিয়েছে সে একটি টেক্সি তে উঠেছিল সেখানে তরুনীর সাথে আলাপ আর সেখানেই তাকে ঘুমের ওষুধ পুশ কোরে অপোহরোন করে তাকে।পুলিশ অপরাধিদের ধরার চেষ্টা কোরছে।

Health tip's ৫ মিনিট সময় ব‍্যয় করুন একধাক্কায় কমবে ওজন:

৫ মিনিট সময় ব‍্যয় করুন একধাক্কায় কমবে ওজন: আমরা ওজন কমানোর  জন‍্য কত কিছু করি  কিন্তূ  এমন কিছু অভ‍্যাস রয়েছে যেগুলো প্রতিদিন মাত্র ৫ মিনিট করলেই আপনার ওজন অর্থাৎ কম সময় ব‍্যয়ে বেশি ফল পাওয়া যাবে।দেখে নিন তেমন কিছু অভ‍্যাস প্রতিদিন হাঁটুন।অনেকেই ভাবছেন মাত্র ৫ মিনিট হাঁটলে ওজন কমানো সম্ভব নাকি? আসলে ওজন কমাতে আপনাকে একটু অন‍্যভাবে হাঁটতে হবে।উঁচু নিচু জায়গায় কিংবা সিঁড়িতে প্রতিদিন হাঁটুন ফল পাবেন কিছুদিন পরই।তবে খেয়াল রাখতে হবে একটি দিন ও জেন বাদ না যায়। এক গ্লাস জল: প্রতিবার খাওয়ার আগে এক গ্লাস জল পানের অভ‍্যাস করুন।এ সম্পর্কে যুক্ত রাষ্ট্রের বিশেষজ্ঞ ব্রিগিট জেটলিন বলেন আমাদের শরীর মাঝে মধ‍্যেই ভুল করে,তৃষ্ণাকে ভুল করে ক্ষুধা হিসাবে ইঙ্গিত দেয়।এই জন‍্য অতিরিক্ত খাবার খাওয়া হয়।তাই খাওয়ার আগেই জল পান করে বুঝতে চেষ্টা করুন আসলেই আপনার ক্ষুধা নাকি তৃষ্ণা  পেয়েছে। ছোট থালা:  ওজন কমাতে ছোট থালা বাটি ব‍্যবহার করুন । যুক্ত রাষ্ট্রের পেনিসালভেনিয়া স্টেট ইউনিভার্সিটির এক গবেষক বলেছেন বড় থালা বাটি ব‍্যবহার কোরলে মানুষ ৩০ থেকে ৫০ শতাংশ পর্যন্ত ...