Skip to main content

রেলের গ্রুপ ডি নিয়োগে ধরাপোড়লো বড়সড় কেলেঙ্কারি:

রেলের গ্রুপ ডি নিয়োগে ধরাপোড়লো বড়সড় কেলেঙ্কারি:

খাবরিওয়ালা নিউজ: রেলের  গ্ৰুপ "ডি" পরিক্ষায় মোট ১০০ নম্বরের পরিক্ষায় ১০৯০ জন পেয়েছে ১০০ নম্বরের বেশি রেলমন্ত্রক সূূত্রে এই  খবর জানা   গিয়েছে । সম্প্রতি প্রকাশিত রেলের গ্ৰুপ ডি পরিক্ষার   ফলাফল নিয়ে  তীব্র জল্পনা তৈরী হয়। এদের বেশির ভাগ পরীক্ষা দিয়েছিল চন্ডীগড় জোন থেকে।
গতকাল সৌরভ নামের এক পরিক্ষার্থী টুইট করে জানান মোট ১০০ নম্বরের পরিক্ষায় সে পেয়েছে ৩৫০ বেশি। নিজের স্কোর শিটের ছবি ও টুইট করেন ওই পরিক্ষার্থী।
কিছুক্ষন পরেই রেলমন্ত্রক আসল স্কোরসশিট প্রকাশ করে জানিয়ে দেয় আগেরটি ভুয়ো স্কোরশিট । ওই পরিক্ষার্থী আসোলে পেয়েছে ৯২ নম্বর। কিন্তু আজ আবার এতজন পরিক্ষার্থীর তথ্য প্রকাশ্যে আসার পর স্বাভাবিক ভাবে তুমুল জল্পনার সৃষ্টি হয়েছে বিষয়টি নিয়ে। রেলমন্ত্রক জানিয়েছে যে তারা বিষয় টি নিয়ে খতিয়ে দেকছে।

Comments

Popular posts from this blog

Bogi Bell bridge

        PM Narendra Modi Inaugarate             India's Longest Rail-Cum-Road             Bridge- BOGI BEEL BRIDGE India's Longest & Asia's Second Longest  Rail cum Road Bridge. Bogibeel bridge Asia's Second longest rail cum road bridge that well be opened to public by Prime Minister Narendra Modi on tuesday,h as a serviceable period of around 120 years. The 4.9 km long BOGIBEEL BRIDGE on the bramhaputra river is India's only fully welded bridge for which european  codes and welding standards were adhered to for the first time in the country,said chief  engineer Mohinder Sing.The bridge constructed at an estimated cost Of RS.5,900 crore . The bridge has a two line railway track on the lower deck and a three lane road on the top deck. "The bridge will enhance the national security of the eastern region facilitating swift movement of defence  force and thei...

রাশিয়া থেকে পরমানু অস্ত্র সজ্জিত সাবমেরিন আনছে ভারত। সম্পন্ন হলো চুক্তি...

রাশিয়া থেকে পরমানু অস্ত্র সজ্জিত সাবমেরিন আনছে ভারত। সম্পন্ন হলো চুক্তি... খাবরিওয়ালা নিউজ: একদিকে যখোন পাকিস্থানের সাথে  সম্পর্কের টানা পোড়েন চলছে তখোন ভারতীয় নৌবাহিনীর যন্য এলো সুখবর। পরমানুঅস্তের ক্ষমতা  সম্পন্ন  সাবমেরিন নিয়ে রাশিয়ার সাথে ৩ বিলিয়ন মার্কিন ডলারে চুক্তি    সেরে ফেললো   ভারত।  আকুলা শ্রেনীর সাবমেরিন নিয়ে ভারতের সাথে ১০ বছরের চুক্তি হয়েছে রাশিয়ার। দাম অনান্য বিষয় নিয়ে মাসখানেক আলোচনার পর চুক্তি সম্পন্ন হয়েছে বলে যানা গিয়েছে। এই চুক্তি মোতাবেক যানা গিয়েছে রাশিয়া চক্র ৩ নামোক সাবমেরিন ভারতকে ২0২5 এর মধ্যে সরবরাহ কোরবে। চক্র ৩ হলো তৃতীয় সাবমেরিন যা ভারতীয় নৌসেনা রাশিয়ার থেকে লিজে নিচ্ছে। ভারত উপমহাদেশের সামুদ্রিক অঙ্চলে চিনের দাপাদাপিকে কিছুটা কমানোর জন্য ভারত  নৌসেনাকে শক্তিশালী করতে উদ্যোগী হয়েছে বলে মনে করা হচ্ছে। এই মুহূর্তে ভারতের কাছে ১৪ টি সাবমেরিন রয়েছে এর মধ্যে পরমানুক্ষমতা সম্পন্ন সাবমেরিন ও রয়েছে ভারতের হাতে।

ব্রেকিং নিউজ : কাশ্মীরে আবার জঙ্গি হামলা!

ব্রেকিং নিউজ : কাশ্মীরে আবার জঙ্গি হামলা!বাড়ি থেকে সেনা জাওয়ানকে অপহরন করল জঙ্গিরা ! খাবরিওয়ালা নিউজ : নিজের বাড়ি থেকেই এক জাওয়ানকে অপহরনের অভিযোগ উঠেছে জঙ্গিদের বিরুদ্ধে । ঘটনাটি ঘটেছে শুক্রবার  ‍রাতে জম্মু- কাশ্মীরের বাদগাম জেলার কাজিপোরা চাদুরায়। অভিযোগ , মহম্মদ ইয়াসিন নামে সেনাবাহিনীর জেএকেএলআই শাখার জাওয়ানকে বাড়িথেকেই অপহরন করেছে জঙ্গীরা । খবর পেয়ে কাজিপোরা সহ বিবিন্ন অঞ্চলে ইয়াসিনের সন্ধান চালাচ্ছে পুলিশ । এখনো পর্যন্তও কোনও জঙ্গী গোষ্ঠী এর দায় স্বীকার করেনি ।