নারী দিবসের মঞ্চ থেকে মমতা বন্দ্যোপাধ্যায় তোপ ডাকলেন মোদিকে:' দেশটাই চুরি করে নিচ্ছে মোদী বাবু ' খাবরিওয়ালা নিউজ: নারী দিবসের মঞ্চ থেকে কার্যত লোকসভার প্রচার শুরু করে দিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। দেশ থেকে মোদী সরকার হটানোর ডাক দিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় বলেন উনিতো দেশটাই চুরি করে নিয়েছেন,উনি চলে গেলেই বোঝা যাবে সুধু রাফেল নথি নয় মোদী বাবু দেশটাই চুরি করে নিয়েছে। এদিন মমতা বন্দ্যোপাধ্যায় নারী দিবস উপলক্ষে শ্রদ্ধানন্দ পার্ক থেকে ধর্মতলা পর্যন্ত পদযাত্রা করে স্লোগান তোলেন মোদী হটাও দেশ বাঁচাও। এই মিছিল শেষে ধর্মতলায় তিনী সভা করেন, সেই সভা মঞ্চ থেকে মোদী সরকার কে একহাত নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় বলেন মোদী সরকার দলিত ও কৃষক দের উপর অত্যাচার চালাচ্ছে ,দেশে বেকার সংখ্যা বাড়ছে,দেশের সম্পদ লুঠ করে নিচ্ছে, এছাড়া তিনী ডাক তোলেন গলি গলি মে সোর হ্যায় মোদী বাবু চোর হ্যায়। এছাড়া তিনী আরো নানান ভাষায় মোদী সরকারের বিরুদ্ধে তোপ ডাকেন।